জুড়ীতে যুবলীগ নেতাকে থানা থেকে ছাড়াতে বিএনপির সভাপতি মাসুম রেজার তদবির

নিজস্ব প্রতিবেদক
২-১০-২০২৫ রাত ১১:৫০

জুড়ীতে যুবলীগ নেতাকে থানা থেকে ছাড়াতে বিএনপির সভাপতি মাসুম রেজার তদবির
মৌলভীবাজার জেলার জুড়ীতে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল করে চাঁদাবাজির সময় সাংবাদিক পরিচয়দাতা ও ওয়ার্ড যুবলীগের সভাপতিকে হাতেনাতে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে যুবলীগ নেতা সিএনজি মাছুম এক ব্যবসায়ীর কাছ থেকে সাংবাদিক পরিচয় দিয়ে মোটা অংকের চাঁদা দাবি করে ওই ব্যবসায়ীর কাছ থেকে চাঁদার টাকা নেয়ার সময় হাতেনাতে পুলিশের হাতে গ্রেফতার হয়।
গ্রেফতারকৃত ওই যুবলীগ নেতাকে ঘটনাস্থল থেকেই ছাড়াতে প্রকাশ্যে মরিয়া হয়ে পড়েন উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা। জনতার প্রতিবাদের মুখে তাৎক্ষণিক চুপ থাকলেও পরে আবারো থানায় গিয়ে ওই যুবলীগ নেতাকে ছাড়াতে রাতভর জোর তদবির করছেন। এসময় উপজেলা জামায়াত নেতা মুজিবুর রহমান আজিজি তাৎক্ষণিক থানায় উপস্থিত হয়ে যুবলীগ নেতাকে ছাড়াতে উপজেলা বিএনপির সভাপতি মাসুম রেজার তদবিরের তীব্র প্রতিবাদ করেন। উপজেলা বিএনপির সভাপতির তদবিরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে বিএনপির নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে ওই বিএনপি সভাপতির বহিষ্কার দাবি করেন।
জামায়াত নেতা মুজিবুর রহমান আজিজি বলেন, ফ্যাসিবাদী সরকারের পতনের পর দেশ নতুন করে স্বাধীন হয়েছে। নতুন দেশে স্বৈরাচারী আওয়ামী যুবলীগের ওয়ার্ড পর্যায়ের চাঁদাবাজ নেতাকে থানা থেকে ছাড়াতে উপজেলা বিএনপির সভাপতি তদবির কোনভাবেই মানা যায় না। আমি থানায় উপস্থিত হয়ে সরাসরি ওই বিএনপি নেতার তদবিরের প্রতিবাদ জানিয়েছি।
এবিষয়ে মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান এবং জেলা বিএনপির আহ্বায়ক ফয়জূল করিম ময়ূন বলেন, এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখিছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।
নিজস্ব প্রতিবেদক
২-১০-২০২৫ রাত ১১:৫০

মৌলভীবাজার জেলার জুড়ীতে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল করে চাঁদাবাজির সময় সাংবাদিক পরিচয়দাতা ও ওয়ার্ড যুবলীগের সভাপতিকে হাতেনাতে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে যুবলীগ নেতা সিএনজি মাছুম এক ব্যবসায়ীর কাছ থেকে সাংবাদিক পরিচয় দিয়ে মোটা অংকের চাঁদা দাবি করে ওই ব্যবসায়ীর কাছ থেকে চাঁদার টাকা নেয়ার সময় হাতেনাতে পুলিশের হাতে গ্রেফতার হয়।
গ্রেফতারকৃত ওই যুবলীগ নেতাকে ঘটনাস্থল থেকেই ছাড়াতে প্রকাশ্যে মরিয়া হয়ে পড়েন উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা। জনতার প্রতিবাদের মুখে তাৎক্ষণিক চুপ থাকলেও পরে আবারো থানায় গিয়ে ওই যুবলীগ নেতাকে ছাড়াতে রাতভর জোর তদবির করছেন। এসময় উপজেলা জামায়াত নেতা মুজিবুর রহমান আজিজি তাৎক্ষণিক থানায় উপস্থিত হয়ে যুবলীগ নেতাকে ছাড়াতে উপজেলা বিএনপির সভাপতি মাসুম রেজার তদবিরের তীব্র প্রতিবাদ করেন। উপজেলা বিএনপির সভাপতির তদবিরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে বিএনপির নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে ওই বিএনপি সভাপতির বহিষ্কার দাবি করেন।
জামায়াত নেতা মুজিবুর রহমান আজিজি বলেন, ফ্যাসিবাদী সরকারের পতনের পর দেশ নতুন করে স্বাধীন হয়েছে। নতুন দেশে স্বৈরাচারী আওয়ামী যুবলীগের ওয়ার্ড পর্যায়ের চাঁদাবাজ নেতাকে থানা থেকে ছাড়াতে উপজেলা বিএনপির সভাপতি তদবির কোনভাবেই মানা যায় না। আমি থানায় উপস্থিত হয়ে সরাসরি ওই বিএনপি নেতার তদবিরের প্রতিবাদ জানিয়েছি।
এবিষয়ে মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান এবং জেলা বিএনপির আহ্বায়ক ফয়জূল করিম ময়ূন বলেন, এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখিছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।