শিরোনামঃ
রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ দুর্নীতির বরপুত্র মঞ্জুর আলী পর্ব -১ প্রকল্প শুরু হতেই শত কোটি টাকা পিডি মঞ্জুর আলীর পকেট পিডি মঞ্জুর আলী আউটসোর্সিং নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা জুড়ীতে যুবলীগ নেতাকে থানা থেকে ছাড়াতে বিএনপির সভাপতি মাসুম রেজার তদবির বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ সেনাবাহিনীর মধ্যে থাকা 'ফ্যাসিস্ট এজেন্টদের' বিচার দাবি বিএসিএল বেস্ট এসোসিয়েট ক্লাব লিমিটেড এর সাধারণ নির্বাচনে প্রার্থী আওয়ামী লীগের নেতা স্বৈরাচার সরকারের দোসর শিতাংশু-আলামিন সিন্ডিকেটের কাছে সেবা প্রত্যাশিরা জিম্মি আল আমিনসহ পালিয়ে যাওয়ার চেস্টার অভিযোগ, বিআরটিএ পরিচালক শীতাংশুর ব্যাংক হিসাব ফ্রিজ

হাতিরঝিল সাংবাদিক ফোরাম গঠিত

#
news image

রাজধানীর প্রাণকেন্দ্র হাতিরঝিল থানায় বসবাসরত গণমাধ্যমের কর্মী/সাংবাদিকদের নিয়ে  সংগঠনের অস্থায়ী কার্যালয়ে  "হাতিরঝিল সাংবাদিক ফোরাম" আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। শনিবার ০৩-০৫-২০২৩ সন্ধ্যা ৭ টায় এই কমিটি গঠন করা হয়। হাতিরঝিল থানা এলাকারই বসবাসরত এবং সাংবাদিক/গণমাধ্যম কর্মী নিয়েই এ কমিটি গঠন করা হয়। এসময়,অতি শীঘ্রই সকল সাংবাদিকদের কে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।সভায় সভাপতিত্ব করেন, সায়েদুল ইসলাম বাদল।পরিচালনা  করেন, সাজ্জাদ হোসেন চিশতী।

এসময়, বিশেষ সংবাদের - সায়েদুল ইসলাম বাদলকে আহবায়ক ও রাইজিং বিডির- সাজ্জাদ হোসেন চিশতীকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটির পথ চলা শুরু হয়।সদস্যরা হলেন- সময় টিভির- শেখ মাহাবুব আলম, গ্লোবাল টিভির - মাহাতাব শফি, নিউজ ওয়াচের- হাবিবুর রহমান বাবু, আজকের প্রভাতের- মারুফ মালেক, পল্লী বার্তার- মশিউর রহমান খান,অর্থবাজারের সামী হোসেন,বাংলার নবকন্ঠের ওমর ফারুক,দিনের আলো- দিলোয়ার রহমান চৌধুরী, গণকন্ঠ - সাখাওয়াত হোসেন সাকুকে সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

ডেস্ক রিপোর্ট

৩-৬-২০২৩ রাত ৯:৪১

news image

রাজধানীর প্রাণকেন্দ্র হাতিরঝিল থানায় বসবাসরত গণমাধ্যমের কর্মী/সাংবাদিকদের নিয়ে  সংগঠনের অস্থায়ী কার্যালয়ে  "হাতিরঝিল সাংবাদিক ফোরাম" আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। শনিবার ০৩-০৫-২০২৩ সন্ধ্যা ৭ টায় এই কমিটি গঠন করা হয়। হাতিরঝিল থানা এলাকারই বসবাসরত এবং সাংবাদিক/গণমাধ্যম কর্মী নিয়েই এ কমিটি গঠন করা হয়। এসময়,অতি শীঘ্রই সকল সাংবাদিকদের কে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।সভায় সভাপতিত্ব করেন, সায়েদুল ইসলাম বাদল।পরিচালনা  করেন, সাজ্জাদ হোসেন চিশতী।

এসময়, বিশেষ সংবাদের - সায়েদুল ইসলাম বাদলকে আহবায়ক ও রাইজিং বিডির- সাজ্জাদ হোসেন চিশতীকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটির পথ চলা শুরু হয়।সদস্যরা হলেন- সময় টিভির- শেখ মাহাবুব আলম, গ্লোবাল টিভির - মাহাতাব শফি, নিউজ ওয়াচের- হাবিবুর রহমান বাবু, আজকের প্রভাতের- মারুফ মালেক, পল্লী বার্তার- মশিউর রহমান খান,অর্থবাজারের সামী হোসেন,বাংলার নবকন্ঠের ওমর ফারুক,দিনের আলো- দিলোয়ার রহমান চৌধুরী, গণকন্ঠ - সাখাওয়াত হোসেন সাকুকে সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।