শিরোনামঃ
৭ দিনের আলটিমেটামের বিষয় স্পষ্ট করে যা জানাল আদানি অতিরিক্ত সচিবের বাসায় মিললো কোটি টাকা, ১১ আইফোন নিজ্জার হত্যায় অমিত শাহ জড়িত, অভিযোগ কানাডার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ৩৪ হাজার ছাড়িয়েছে নতুন ভোটার তালিকা তৈরিতে সময় লাগবে ১০ মাস আজ ঢাকা আসছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে জাতিসংঘ মানবাধিকার দপ্তর সম্পূর্ণ সমর্থন দেবে খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার ১০ মামলা হাইকোর্টে বাতিল ভিত্তিহীন নিউজ প্রকাশের দায়ে ইনকিলাবের সম্পাদক ও রিপোর্টারের বিরুদ্ধে ৫ হাজার কোটি টাকার মানহানির মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করলেন আসিফ নজরুল

বিএনপির ত্রাণ তহবিলে ব্যাপক সাড়া

#
news image

বন্যার্তদের সহায়তায় গঠিত বিএনপির (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) ত্রাণ তহবিলে ব্যাপক সাড়া দিয়েছে মানুষ। রিকশাচালক থেকে শুরু করে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ তহবিলে ব্যাপক হারে আর্থিক সহযোগিতা করছেন। বুধবার (২৮ আগস্ট) যশোর জেলা বিএনপির পক্ষ থেকে দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুর নেতৃত্বে ২৫ লাখ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়। রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের এ ত্রাণ তহবিলে ২৪ ঘণ্টাই মানুষ অনুদান দিচ্ছেন।

এ ছাড়া চাঁদপুরের কচুয়া উপজেলা বিএনপির পক্ষে দলের কেন্দ্রীয় নেতা এহসানুল হক মিলন ও কেন্দ্রীয় মহিলা দল নেত্রী নাজমুন্নাহার বেবির নেতৃত্বে দেওয়া হয় ১০ লক্ষ টাকার চেক।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বানভাসি মানুষের সহায়তায় ত্রাণ সংগ্রহ ও পর্যবেক্ষণকালে দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশের পূর্বাঞ্চলে মানবসৃষ্ট বন্যায় অনেক জেলা প্লাবিত হয়েছে। ওই এলাকাগুলোর মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গত সাতদিন যাবত বিভিন্ন টিম করে সাহায্য-সহযোগিতা করছে।

তিনি বলেন, দেশের পূর্বাঞ্চলে বন্যায় মানুষের জানমাল ও ঘরবাড়ির যে ক্ষতি হয়েছে- সারা দেশের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে। জনগণের দল হিসেবে বিএনপিও তাদের পাশে দাঁড়িয়ে আছে। সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে আমরা ঢাকায় কেন্দ্রীয়ভাবে ত্রাণ সংগ্রহ করছি। সেগুলো বিভিন্ন প্যাকেট করে বন্যাকবলিত অঞ্চলে পাঠিয়ে দিচ্ছি। নগদ এবং আর্থিক সহায়তাও করছি। ওষুধ এবং বিভিন্ন চিকিৎসাসেবাও চালিয়ে যাওয়া হচ্ছে। যতদিন পর্যন্ত ওই লোকগুলোর সাহায্য প্রয়োজন, আমরা সাহায্য করে যাব।

নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বন্যাকবলিত মানুষের সাহায্যের জন্য আমাদের দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ২৪ ঘন্টা ত্রাণ সংগ্রহ চলছে। যে যতটুকু পারেন সাহায্যের জন্য এগিয়ে আসুন।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহসম্পাদক আমিরুজ্জামান খান শিমুল প্রমুখ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

২৯-৮-২০২৪ দুপুর ২:৩৫

news image

বন্যার্তদের সহায়তায় গঠিত বিএনপির (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) ত্রাণ তহবিলে ব্যাপক সাড়া দিয়েছে মানুষ। রিকশাচালক থেকে শুরু করে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ তহবিলে ব্যাপক হারে আর্থিক সহযোগিতা করছেন। বুধবার (২৮ আগস্ট) যশোর জেলা বিএনপির পক্ষ থেকে দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুর নেতৃত্বে ২৫ লাখ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়। রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের এ ত্রাণ তহবিলে ২৪ ঘণ্টাই মানুষ অনুদান দিচ্ছেন।

এ ছাড়া চাঁদপুরের কচুয়া উপজেলা বিএনপির পক্ষে দলের কেন্দ্রীয় নেতা এহসানুল হক মিলন ও কেন্দ্রীয় মহিলা দল নেত্রী নাজমুন্নাহার বেবির নেতৃত্বে দেওয়া হয় ১০ লক্ষ টাকার চেক।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বানভাসি মানুষের সহায়তায় ত্রাণ সংগ্রহ ও পর্যবেক্ষণকালে দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশের পূর্বাঞ্চলে মানবসৃষ্ট বন্যায় অনেক জেলা প্লাবিত হয়েছে। ওই এলাকাগুলোর মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গত সাতদিন যাবত বিভিন্ন টিম করে সাহায্য-সহযোগিতা করছে।

তিনি বলেন, দেশের পূর্বাঞ্চলে বন্যায় মানুষের জানমাল ও ঘরবাড়ির যে ক্ষতি হয়েছে- সারা দেশের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে। জনগণের দল হিসেবে বিএনপিও তাদের পাশে দাঁড়িয়ে আছে। সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে আমরা ঢাকায় কেন্দ্রীয়ভাবে ত্রাণ সংগ্রহ করছি। সেগুলো বিভিন্ন প্যাকেট করে বন্যাকবলিত অঞ্চলে পাঠিয়ে দিচ্ছি। নগদ এবং আর্থিক সহায়তাও করছি। ওষুধ এবং বিভিন্ন চিকিৎসাসেবাও চালিয়ে যাওয়া হচ্ছে। যতদিন পর্যন্ত ওই লোকগুলোর সাহায্য প্রয়োজন, আমরা সাহায্য করে যাব।

নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বন্যাকবলিত মানুষের সাহায্যের জন্য আমাদের দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ২৪ ঘন্টা ত্রাণ সংগ্রহ চলছে। যে যতটুকু পারেন সাহায্যের জন্য এগিয়ে আসুন।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহসম্পাদক আমিরুজ্জামান খান শিমুল প্রমুখ উপস্থিত ছিলেন।