কুলাউড়ায় আওয়ামীলীগ নেতা রকিব আলীর বাড়িতে বিএনপি জামায়াতের হামলা

নিজস্ব প্রতিবেদক
২৯-৮-২০২৪ দুপুর ২:৩৫

কুলাউড়ায় আওয়ামীলীগ নেতা রকিব আলীর বাড়িতে বিএনপি জামায়াতের হামলা
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি রকিব আলীর বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে উপজেলা বিএনপি ও জামায়াত শিবিরের নেতাকর্মীরা। এ সময় রকিব আলীকে বাড়িতে না পেয়ে হামলা ও ভাঙচুরের পর বাড়িতে থাকা অর্থ অলংকার সহ দামি জিনিসপত্র লুট করে নিয়ে যায় বিএনপি ও জামায়াত শিবিরের সন্ত্রাসীরা। শনিবার (১০ আগস্ট) রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। এ বিষয়ে রকিব আলীর ভাই কুলাউড়া থানায় অভিযোগ করলেও কোন আইনি পদক্ষেপ নেয়নি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি রকিব আলী দীর্ঘদিন থেকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আসছেন। তিনি সপরিবার দেশের বাহিরে জীবন যাপন করছেন ।১০ আগস্ট রাত ৯ টার দিকে কুলাউড়া উপজেলা বিএনপি সভাপতি শওকতুল ইসলাম চৌধুরী শকু, উপজেলা জামায়াতের আমীর আব্দুল হামিদ খান ও উপজেলা ছাত্র শিবিরের নেতা আলাউদ্দিনের নেতৃত্বে একদল বিএনপি ও জামায়াত শিবিরের সন্ত্রাসীরা কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি রকিব আলীর বাড়িতে হামলা করে। এ সময় রকিব আলীকে না পেয়ে বাড়িতে ভাঙচুর চালায় ওই সন্ত্রাসীরা। হামলা ও ভাঙচুরের পর বাড়িতে থাকা অর্থ অলংকার সহ দামি জিনিসপত্র লুট করে নিয়ে যায় ওই সন্ত্রাসীরা। এ ঘটনার পর রকিব আলীর ভাই কুলাউড়া থানায় অভিযোগ করলেও কোন আইনি পদক্ষেপ নেইনি পুলিশ। বর্তমানে রকিব আলীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে রকিব আলীর ভাই অভিযোগ করে বলেন, তাদের পরিবার আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। তার ছেলে মো: মিজানুর রহমান ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। দীর্ঘদিন থেকে কুলাউড়া উপজেলা বিএনপি সভাপতি শওকতুল ইসলাম চৌধুরী শকু, উপজেলা জামায়াতের আমীর আব্দুল হামিদ খান ও উপজেলা ছাত্র শিবিরের নেতা আলাউদ্দিনের নেতৃত্বে একটি সংঘবদ্ধ রাজনৈতিক সন্ত্রাসীরা তার ছেলেসহ তাদের পরিবারের উপর অতর্কিত হামলা, মিথ্যা মামলা ও বাড়ী থেকে উচ্ছেদের পাঁয়তারায় লিপ্ত রয়েছে।
তিনি আরো বলেন, তার ছেলেসহ তাদের পরিবারের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে ওইসব সন্ত্রাসীরা। তারা কোথাও ন্যায় বিচার পাচ্ছেনা। বর্তমানে তার ছেলে মো: মিজানুর রহমান দেশে-বিদেশে পালিয়ে বেড়াচ্ছে। তাদের পরিবারের সবাই এখন পালিয়ে বেড়াচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ বলেন, এই ঘটনায় রাজনৈতিক বিষয় রয়েছে। আমরা চাইলেই অনেক কিছু করতে পারিনা।
নিজস্ব প্রতিবেদক
২৯-৮-২০২৪ দুপুর ২:৩৫

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি রকিব আলীর বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে উপজেলা বিএনপি ও জামায়াত শিবিরের নেতাকর্মীরা। এ সময় রকিব আলীকে বাড়িতে না পেয়ে হামলা ও ভাঙচুরের পর বাড়িতে থাকা অর্থ অলংকার সহ দামি জিনিসপত্র লুট করে নিয়ে যায় বিএনপি ও জামায়াত শিবিরের সন্ত্রাসীরা। শনিবার (১০ আগস্ট) রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। এ বিষয়ে রকিব আলীর ভাই কুলাউড়া থানায় অভিযোগ করলেও কোন আইনি পদক্ষেপ নেয়নি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি রকিব আলী দীর্ঘদিন থেকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আসছেন। তিনি সপরিবার দেশের বাহিরে জীবন যাপন করছেন ।১০ আগস্ট রাত ৯ টার দিকে কুলাউড়া উপজেলা বিএনপি সভাপতি শওকতুল ইসলাম চৌধুরী শকু, উপজেলা জামায়াতের আমীর আব্দুল হামিদ খান ও উপজেলা ছাত্র শিবিরের নেতা আলাউদ্দিনের নেতৃত্বে একদল বিএনপি ও জামায়াত শিবিরের সন্ত্রাসীরা কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি রকিব আলীর বাড়িতে হামলা করে। এ সময় রকিব আলীকে না পেয়ে বাড়িতে ভাঙচুর চালায় ওই সন্ত্রাসীরা। হামলা ও ভাঙচুরের পর বাড়িতে থাকা অর্থ অলংকার সহ দামি জিনিসপত্র লুট করে নিয়ে যায় ওই সন্ত্রাসীরা। এ ঘটনার পর রকিব আলীর ভাই কুলাউড়া থানায় অভিযোগ করলেও কোন আইনি পদক্ষেপ নেইনি পুলিশ। বর্তমানে রকিব আলীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে রকিব আলীর ভাই অভিযোগ করে বলেন, তাদের পরিবার আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। তার ছেলে মো: মিজানুর রহমান ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। দীর্ঘদিন থেকে কুলাউড়া উপজেলা বিএনপি সভাপতি শওকতুল ইসলাম চৌধুরী শকু, উপজেলা জামায়াতের আমীর আব্দুল হামিদ খান ও উপজেলা ছাত্র শিবিরের নেতা আলাউদ্দিনের নেতৃত্বে একটি সংঘবদ্ধ রাজনৈতিক সন্ত্রাসীরা তার ছেলেসহ তাদের পরিবারের উপর অতর্কিত হামলা, মিথ্যা মামলা ও বাড়ী থেকে উচ্ছেদের পাঁয়তারায় লিপ্ত রয়েছে।
তিনি আরো বলেন, তার ছেলেসহ তাদের পরিবারের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে ওইসব সন্ত্রাসীরা। তারা কোথাও ন্যায় বিচার পাচ্ছেনা। বর্তমানে তার ছেলে মো: মিজানুর রহমান দেশে-বিদেশে পালিয়ে বেড়াচ্ছে। তাদের পরিবারের সবাই এখন পালিয়ে বেড়াচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ বলেন, এই ঘটনায় রাজনৈতিক বিষয় রয়েছে। আমরা চাইলেই অনেক কিছু করতে পারিনা।